আন্তরিক ও উৎসবমুখর পরিবেশে পথচলা শুরু করেছে আবৃত্তি শিল্পীদের জন্য ওয়েবসাইট ‘নান্দনিক’। এ উপলক্ষ্যে শনিবার (১৩ জানুয়ারি) নিউইয়র্কের উডসাইডের একটি মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তীব্র ঠাণ্ডা উপেক্ষা করেই অনেকে সেখানে উপস্থিত হন। ছিলেন বীর মুক্তিযোদ্ধা, আবৃত্তি শিল্পী, কবি ও সংস্কৃতিপ্রেমী স্বজনেরা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আনন্দলোকে মঙ্গলালোকে’ গানটির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। শিল্পী ক্রিষ্টিনা লিপি রোজারিও, সুতপা মণ্ডল, তাহরিনা পারভীন প্রীতি ও নাসিম বানু চাপার সঙ্গে উপস্থিত সবাই এতে কণ্ঠ মেলান।
অনুষ্ঠানে ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন স্বাধীনতা পুরস্কার বিজয়ী কবি নির্মলেন্দু গুণ ও একুশে পদক বিজয়ী আবৃত্তি শিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়। নান্দনিক এর পথচলার এই আয়োজনে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা ও শিল্পী তাজুল ইমাম। আরও শুভেচ্ছা জানান সাহিত্য একাডেমি নিউইয়র্কের পরিচালক মোশারফ হোসেন, দি অপটিমিস্টের চেয়ারম্যান মিনহাজ আহমেদ শাম্মু, সাংবাদিক ও তথ্যচিত্র নির্মাতা সাগর লোহানী, বিশিষ্ট ব্যবসায়ী চন্দন সেনগুপ্ত, কমিউনিটির বিশিষ্টজন প্যাট্টিক রোজারিও ও কবি বেনজীর শিকদার।
অনুষ্ঠানে আবৃত্তি করেন শিরীন বকুল, আবির আলমগীর, গোপন সাহা, সীতেশ ধর, ক্লারা রোজারিও, সাবিনা নীরু, শান্তা শ্রাবনী, এজাজ আলম, সেমন্তী ওয়াহেদ, সুমন শামসুদ্দীন, তাহরিনা পারভীন প্রীতি ও পারভীন সুলতানা। অনুষ্ঠানে দুই শিশু রাবিয়া সাবির ও আজমাইন স্বপ্নীল আবৃত্তি করে সবার মাঝে মুগ্ধতা ছড়ায়।
অনুষ্ঠানের শেষ পর্বে তাজুল ইমাম, ক্রিষ্টিনা লিপি রোজারিও ও এজাজ আলম সঙ্গীত পরিবেশন করেন। তবলায় ছিলেন স্বপন দত্ত, সাউন্ড ও মঞ্চ ব্যবস্থাপনায় ছিলেন রিচার্ড রিকি গোমেজ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন লেখক, সাংবাদিক ও প্রামাণ্যচিত্র নির্মাতা শামীম আল আমিন।