বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে বেশি খরচ করে ভারত-যুক্তরাষ্ট্রে

0

ক্রেডিট কার্ডে বাংলাদেশিরা বেশি অর্থ খরচ করে ভারত ও যুক্তরাষ্ট্রে। এ দুটি দেশেই মোট খরচের এক তৃতীয়াংশ হয়ে থাকে। গত বছরের নভেম্বর মাসে ভারতে ক্রেডিট কার্ড ব্যবহার করে ৮৭ কোটি টাকা খরচ করেছেন বাংলাদেশিরা, যা আগের মাস অক্টোবরে ছিল ৯০ কোটি টাকা। একই সময়ে যুক্তরাষ্ট্রে ক্রেডিট কার্ডের মাধ্যমে ৭৩ কোটি টাকা খরচ করেছেন বাংলাদেশিরা, যা অক্টোবরে ছিল ৭৯ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, গত বছরের নভেম্বরে বিদেশে ক্রেডিট কার্ডে খরচের পরিমাণ আগের মাস অক্টোবরের তুলনায় কমেছে। নভেম্বরে বিদেশে গিয়ে ৪৮৭ কোটি টাকা খরচ করেছেন বাংলাদেশিরা। অক্টোবরে খরচের পরিমাণ ছিল প্রায় ৫৩৯ কোটি টাকা। এক মাসের ব্যবধানে বিদেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে ৫২ কোটি টাকা বা ৯ দশমিক ৬৫ শতাংশ কম খরচ করেছেন বাংলাদেশিরা। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগ দেশের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে তথ্য সংগ্রহ করে দুই মাসের ক্রেডিট কার্ডের লেনদেন-সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করেছে। এতে দেশের অভ্যন্তরে বিদেশি নাগরিকদের ক্রেডিট কার্ডের ব্যবহারের তথ্যও উঠে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, গত বছরের নভেম্বর মাসে বাংলাদেশে বসবাসকারী ও ঘুরতে আসা বিদেশিরা ক্রেডিট কার্ডে ১৯৪ কোটি টাকা খরচ করেছেন। অক্টোবরে খরচ করেছিলেন ১৯৯ কোটি টাকা। বিদেশিদের মধ্যে বাংলাদেশে ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি অর্থ খরচ করেন যুক্তরাষ্ট্রের নাগরিকেরা। পরের অবস্থানে রয়েছে যুক্তরাজ্য ও ভারত। এসব দেশের নাগরিকেরা গত নভেম্বরে মোট ৯৪ কোটি টাকা খরচ করেছেন। খরচের পাশাপাশি বেড়েছে ক্রেডিট কার্ডের সংখ্যাও। গত বছরের জানুয়ারিতে দেশে ক্রেডিট কার্ড গ্রাহকের সংখ্যা ছিল ২১ লাখ ৩৬ হাজার ১৭৩, তা অক্টোবরে গ্রাহক বেড়ে দাঁড়িয়েছে ২৩ লাখ ৩৭ হাজার ৫৮০; অর্থাৎ ১০ মাসে দেশে ক্রেডিট কার্ডের গ্রাহক বেড়েছে ২ লাখের বেশি। জানা গেছে, বর্তমানে দেশের সরকারি-বেসরকারি ৪৩টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান ক্রেডিট ইস্যু করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here