বর্ষসেরা কোচ হয়ে যা বললেন গার্দিওলা

0

ফিফা বেস্ট মেনস কোচের অ্যাওয়ার্ড জিতে পেছন ফিরে তাকালেন পেপ গার্দিওলা। স্প্যানিশ এই কোচ আওড়ালেন যেখান থেকে পথচলার শুরু, সেই বার্সেলোনার স্মৃতি। বললেন ম্যানচেস্টার সিটির সাফল্যের পেছনের মন্ত্র, কঠোর পরিশ্রমে ধাপে ধাপে এগোনোর কথা।

লন্ডনে সোমবার (১৫ জানুয়ারি) রাতে ‘দা বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে বিজয়ী হিসেবে গুয়ার্দিওলার নাম ঘোষণা করা হয়। ইন্টার মিলান কোচ সিমোনে ইনজাগি ও নাপোলি কোচ লুসিয়ানো স্পালেত্তিকে পেছনে ফেলে এই সেরার পুরস্কার জিতে নেন সিটি কোচ।

ট্রেবলের স্বাদ অবশ্য কোচ হিসেবে বার্সেলোনার হয়ে আগেই পেয়েছিলেন গুয়ার্দিওলা, ২০০৯ সালে। সিটি কোচ হিসেবে এই প্রথম। দুই ট্রেবলের তুলনা নিয়ে থিয়েরি অঁরির করা প্রশ্নে যেন একটু স্মৃতিকাতরই হয়ে পড়লেন তিনি।

গার্দিওলা বোলেণ, বার্সেলোনা আমার হৃদয়ের ক্লাব। তাদের কারণেই আমি আজ এখানে। কিন্তু ম্যানসিটির হয়ে ট্রেবল জিততে পারা… ১৫/২০ বছর আগে আমরা এখানে ছিলাম না। ধাপে ধাপে সিটির তৈরি হওয়ার শুরুটা হয়েছিল যখন রবের্তো মানচিনি কোচ ছিলেন। ওই সময়ে আমরা এই মঞ্চে থাকার প্রত্যাশাও করতে পারিনি।

তিনি জানান, ব্যাকরুম স্টাফ এবং আমার পক্ষ থেকে আমার খেলোয়াড়দেরকে ধন্যবাদ জানাতে চাই। গত বছর তাদের সঙ্গে চলাটা ছিল আমার জন্য আনন্দের।

ইতিহাসের প্রথম কোচ হিসেবে দুইবার ট্রেবল জয়ের কীর্তি গড়া গুয়ার্দিওলা এ নিয়ে দ্বিতীয়বার ফিফার বর্ষসেরা কোচ নির্বাচিত হলেন। ২০১০ সালের বার্সেলোনার কোচ হিসেবে প্রথম এই স্বীকৃতি পেয়েছিলেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here