গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজেড়া এলাকায় একটি কটন স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, প্রায় একঘণ্টা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ওই কারখানার সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।