রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় সাত্তার মোল্লা (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সাত্তার মোল্লা কুষ্টিয়ার খোকসা উপজেলার বিডিবি মির্জাপুর গ্রামের মৃত ছবেদ আলী মোল্যার ছেলে।
মঙ্গলবার (২৮ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে পাংশার নওয়াপার পূর্ব পাড়া এলাকায় এ দুঘর্টনা ঘটে। পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।