তেলের চাহিদা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে চীনের তেল আমদানি সমস্ত রেকর্ড ছাড়িয়ে গেছে। দেশটির শুল্ক বিভাগের দেওয়া তথ্য থেকে বিষয়টি জানা গেছে।
কোভিড পরবর্তী অর্থনৈতিক কর্মচঞ্চলতায় চীনে ব্যাপকভাবে তেলের ব্যবহার বেড়েছে এবং এরইমধ্যে দেশটির ২০২০ সালের সর্বোচ্চ মাত্রায় তেল আমদানির রেকর্ড ভেঙে গেছে।
কোভিডের সময় তেলের দাম কমে গেলে চীন সেই সুবিধা নিয়ে ব্যাপকভাবে নিজস্ব স্টক গড়ে তোলে। গত বছর কোভিড সংক্রান্ত লকডাউন তুলে নেওয়ার পর চীনে তেলের ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে। এর মধ্যে জেট ফুয়েল এবং গ্যাসোলিনের ব্যবহার চীনে সর্বোচ্চ মাত্রায় রয়েছে। তবে ডিজেলের ব্যবহার তুলনামূলক কম।
চীনে বর্তমান যে ব্যাপকভাবে তেলের ব্যবহার হয়েছে তার বড় অংশ আসছে রাশিয়া থেকে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর রাশিয়া থেকে চীন তেল আমদানি বাড়িয়েছে। সূত্র: ইজিপ্ট ওয়েল-গ্যাস