ট্রাম্প ব্রিটেনের জন্য রাজনৈতিক হুমকি : সাবেক ব্রিটিশ গোয়েন্দা প্রধান

0

প্রেসিডেন্ট হিসেবে যদি আবার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফেরেন তাহলে তা হবে ব্রিটেনের জন্য রাজনৈতিকভাবে বড় ধরনের হুমকি। 

স্কাই নিউজের ‘সানডে মর্নিং’ এর এক প্রোগ্রামে অংশ নিয়ে এ মন্তব্য করেন ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই-সিক্সের সাবেক প্রধান রিচার্ড ডিয়ারলাভ।

রাশিয়ার যুদ্ধ এবং চীনের আচরণ সম্পর্কে ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরলে তিনি ন্যাটো জোটকে ভেঙে দিতে পারেন। এটি ব্রিটেনের জন্য অনেক বড় ক্ষতির বিষয়।

ব্রিটেনের এই সাবেক গোয়েন্দা কর্মকর্তা বলেন, ‘আমরা সব ডিম ন্যাটোর এক ঝুড়িতে রেখেছি। এ অবস্থায় ট্রাম্প যদি ন্যাটো জোট ভেঙে দেয়ার ব্যাপারে সিরিয়াস হন তাহলে মারাত্মকভাবে ভারসাম্যহীনতা সৃষ্টি হবে। তখন আমেরিকার ছত্রচ্ছায়ায় থাকা ইউরোপের নিরাপত্তা ব্যবস্থা চরমভাবে ক্ষুন্ন হবে।”

ইউরোপ এবং ব্রিটেনের নিরাপত্তা ও প্রতিরক্ষার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান গোয়েন্দা সংস্থা এমআই-সিক্সের সাবেক এই প্রধান।

সূত্র : স্কাই নিউজ। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here