আজ সোমবার শেরপুর জেলা বিএনপির সভাপতি হযরত আলীকে তিন দিন জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত।
আদালতের জেষ্ঠ্য বিচারক ইকবাল মাহমুদ এ সংক্রান্ত আদেশ দেন। গত ২ জানুয়ারি পুলিশ সদর উপজেলার হরিণ ধরা জংগলদি এলাকায় ভোট বিরোধী লিফলেট বিতরণের সময় শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলীসহ মোট আট বিএনপি নেতাকর্মী গ্রেফতার করে।
আজ রিমান্ড শুনানি চেয়ে আদালত রিমান্ডের বিষয়ে এই আদেশ দেয়। আগামীকাল মঙ্গলবার থেকে সাত দিনের মধ্যে যে কোন তিন দিন পুলিশ জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গেছে।