ফিলিস্তিনের গাজা উপত্যকায় ‘গণহত্যা’ ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা পরিচালনাকারী দক্ষিণ আফ্রিকার দল নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য বলে মন্তব্য করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্র।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, “আজকে যদি কেউ নোবেল শান্তি পুরস্কারের যোগ্য হয়ে থাকে, তবে এটি হবে দক্ষিণ আফ্রিকার আইনি দল, যারা নেতানিয়াহুর বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের প্রতিরক্ষায় গণহত্যার জন্য অভিযোগ দায়ের করেছে।”
এছাড়াও আর্জেন্টিনা, বলিভিয়া, চিলি এবং পেরুর সরকারও সম্প্রতি গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে। সূত্র: আল জাজিরা