ঘন কুয়াশায় দিল্লিতে দেড় শতাধিক ফ্লাইট বিঘ্নিত

0

ভারতের দিল্লিতে কয়েক দিন ধরে ঘন কুয়াশায় প্লেন ও যান চলাচল ব্যাহত হচ্ছে। মূলত দৃশ্যমানতা কমে যাওয়ায় এসব পরিষেবার ওপর প্রভাব পড়েছে। 

স্থানীয় বিমানবন্দর থেকে দেরিতে উড্ডয়ন, অন্য বিমানবন্দরে অবতরণ ও ফ্লাইট বাতিলের ঘটনায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

দৃশ্যমানতা কমে যাওয়ায় সড়ক পথে যানবাহন চলাচল ও রেল পরিষেবা ব্যাহত হচ্ছে।

এ পরিস্থিতিতে দিল্লিগামী ১৮টির মতো ট্রেন বিলম্বিত হয়েছে। কুয়াশার পাশাপাশি ভারী ঠাণ্ডায় স্টেশনে অপেক্ষমান যাত্রীরা বিপাকে পড়েছেন।

অন্যদিকে বরাবরের মতো দিল্লির বায়ুর মানেও পড়েছে নেতিবাচক প্রভাব।

একই ধরনের কুয়াশার কারণে রবিবার দিল্লিতে ফ্লাইট ও ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে। বিমানবন্দর এলাকায় দৃশ্যমানতা ছিল শূন্য। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি। এর আগে শুক্রবার শুরু হয় মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ। এদিন তাপমাত্রা ছিল ৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আর শনিবারের রাতে ছিল সবচেয়ে ঠাণ্ডা ৩ ডিগ্রি সেলসিয়াস। সূত্র: এনডিটিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here