বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন অবস্থায় আরও একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এদিকে সব শেষ রিপোর্ট অনুযায়ী, শের-ই বাংলা মেডিকেলে ১১ জনসহ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ১৯ জন ডেঙ্গু রোগী।
রবিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের দৈনন্দিন রিপোর্টে জানা যায়, গত ২৪ ঘন্টায় শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। মাকসুদা বেগম (৫০) নামে ওই নারী রোগী বরগুনার পাথরঘাটা পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। এ নিয়ে গত বছরের জানুয়ারি থেকে শের-ই বাংলা মেডিকেলে ১৬৯ জন সহ বরিশাল বিভাগে ২১১জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।