অ্যান্ড্রয়েডে ফাইল জিপ ও আনজিপ করবেন কীভাবে?

0

কম্পিউটারের মতো অ্যান্ড্রয়েড ফোন অথবা ট্যাবলেটেও ফাইল এবং ফোল্ডার জিপ-আনজিপের কাজ করা যায়। 

অ্যান্ড্রয়েডে যেভাবে জিপ ফাইল ওপেন করা যায়:

জিপ ফাইলটি মুছে ফেলতে হলে ‘ডিলিট জিপ ফাইল’ লেখাটি চেক করতে হবে। 

অ্যান্ড্রয়েডে যেভাবে জিপ ফাইল তৈরি করা যায়:

অ্যান্ড্রয়েডে জিপ ফাইল তৈরির জন্য বিল্ড ইন উপায় নেই। এক্ষেত্রে থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করতে হবে। এ কাজের জন্য অনেক অ্যাপ থাকলেও ‘আরএআর’ সবচেয়ে কার্যকরী। গুগল প্লে থেকে এটি ইনস্টল করা যায়। আরএআর অ্যাপ ওপেন করে যে ফাইলটি জিপ করতে চান তা শনাক্ত করতে হবে। সব ফাইল সিলেক্ট হওয়ার পর জিপ আইকনে চাপ দিতে হবে। এরপর জিপ ফাইলের একটি নাম দেয়ার পর এক্সটেনশন হিসেবে ‘জিপ’ লেখাটি সিলেক্ট করতে হবে। এভাবেই বিদ্যমান ফোল্ডারে জিপ ফাইল সৃষ্টি হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here