দ্বিতীয় পর্যায়ে আজ রবিবার থেকে শুরু হয়েছে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’। যার নেতৃত্বে আছেন দেশটির কংগ্রেস সংসদ সদস্য রাহুল গান্ধী। কর্মসংস্থান, বেকারত্ব, মূল্যবৃদ্ধি, সামাজিক ন্যায় বিচার সহ একাধিক ইসুতে মানুষের দৃষ্টিপাত টানতেই কংগ্রেসের এই ন্যায় যাত্রা।
এদিন দুপুরে উত্তর-পূর্ব ভারতের রাজ্য মণিপুরের থোবাল জেলার খংজম ওয়ার মেমোরিয়াল থেকে এই ন্যায় যাত্রার শুভ সূচনা করেন রাহুল গান্ধী। এসময় সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, তাহলে সাধারণ সম্পাদক কে সি বেণুগোপালসহ অন্যরা। ওই অনুষ্ঠানে রাহুলের হাতে জাতীয় পতাকা তুলে দেন খাড়গে। এই পতাকা নিয়ে যাওয়া হবে যাত্রার শেষ গন্তব্যস্থল মুম্বাইয়ে।
সূচনা অনুষ্ঠান শেষেই কংগ্রেস নেতারা সুসজ্জিত বাসে উঠে পড়েন। মূলত বাসে চড়েই ‘ন্যায় যাত্রা’র প্রদক্ষিণ করবেন কংগ্রেস নেতা-নেত্রীরা। তবে কখনও কখনও হেঁটেও এই যাত্রায় সামিল হবেন তারা।
আগামী ২০ মার্চ এই যাত্রা শেষ হবে পশ্চিম ভারতের মহারাষ্ট্রের মুম্বাইতে। এর আগে এদিন সকালে দিল্লির থেকে বিমানে ইম্ফলে উড়ে আসেন রাহুল গান্ধীসহ কংগ্রেসের শীর্ষ নেতারা।
রাহুল গান্ধীর এই ‘ভারত ন্যায় যাত্রা’ ৬৭ দিন ধরে ১৫ টি রাজ্যের প্রায় শতাধিক জেলা ও ১০০ টি লোকসভা কেন্দ্র ছুঁয়ে যাবে।