বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামের এক প্রবাসীর বাড়িতে চুরি হয়েছে। চোর নগদ অর্থ, স্বর্ণালংকার ও মুঠোফোনসহ মালামাল নিয়ে যায় বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা। শনিবার গভীর রাতে এই চুরির ঘটনায় রবিবার দুপুরে উজিরপুর থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
লিখিত অভিযোগে জানা যায়, আটিপাড়া গ্রামের সৌদি প্রবাসী রফিক সরদারের স্ত্রী নাছিমা আক্তার (৪০) শনিবার রাতে ৩ কন্যা ও ছেলেকে নিয়ে ঘুমাতে যান। রাতের যে কোন সময় দুর্বৃত্তরা সামনের বারান্দায় সিদ কেটে ঘরে ঢুকে দেশীয় অস্ত্রের মুখে সকলকে জিন্মি করে নগদ ১ লাখ ৪৫ হাজার টাকা, স্বর্নালংকার, মুঠোফোন এবং অন্যান্য মালামাল নিয়ে যায়। এ ঘটনায় উজিরপুর থানায় লিখিত অভিযোগ করেন প্রবাসীর স্ত্রী নাছিমা আক্তার।