বাগেরহাটে কনকনে শীতে ১৫০ দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন। রবিবার বিকালে বাগেরহাট পুরাতন কালেক্টরেট ভবনে সবুজ বাংলা নারী উন্নয়ন সংস্থা, নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা ও মায়ের আচঁল যুব উন্নয়ন সংস্থার দেয়া এসব কম্বল বিতারণ করা হয়।
কম্বল বিতরণকালে বাগেরহাট সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক মো. রফিকুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মো. আব্দুল কাদের, মহিলা অধিদপ্তরের উপ পরিচালক সাহেলা পারভিন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন ও বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদউদ্দিন হায়দার উপস্থিত ছিলেন।