বার্সেলোনার ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহা নতুন করে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন। যে কারণে বেশ কিছু দিনের জন্য বিশ্রামে থাকতে হবে তাকে।
এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বার্সেলোনা জানিয়েছে, বিভিন্ন পরীক্ষার ফলাফলে দেখা গেছে রাফিনহার বাম হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে। এ কারণে তিনি দলের বাইরে চলে গেছেন। সুস্থতার উপর নির্ভর করছে, কবে নাগাদ তিনি আবারও মাঠে ফিরবেন।
এর আগে, গত ২৯ সেপ্টেম্বর সেভিয়ার বিপক্ষে লিগ ম্যাচে ডান হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন তিনি। এ কারণে এবারের মৌসুমে বার্সেলোনার হয়ে লিগে ১৫টি ও চ্যাম্পিয়ন্স লিগে মাত্র তিনটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন ২৭ বছর বয়সী এই উইঙ্গার।