ইয়েমেনে এবার গোয়েন্দা ড্রোন উড়াল আমেরিকা-ব্রিটেন

0

হুথি বিদ্রোহী গোষ্ঠীর বিভিন্ন স্থাপানায় যৌথ হামলা চালানোর পর ইয়েমেনে এবার গোয়েন্দা ড্রোন উড়িয়েছে আমেরিকা ও ব্রিটেন।

একজন হুথি কর্মকর্তার বরাত দিয়ে গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে। 

হোদেইদাহ প্রদেশের ডেপুটি গভর্নর আলী আহমেদ কাশার টেলিফোনে সংবাদমাধ্যমকে বলেন, তারা শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের আকাশে বেশ কয়েকবার গোয়েন্দা ড্রোন দেখতে পেয়েছে। তিনি হোদেইদাহের হুথি সাইটগুলোতে শনিবার যুক্তরাষ্ট্রের নতুন করে বিমান হামলার বিষয়ে স্থানীয় ও আন্তর্জাতিক মিডিয়ার খবর অস্বীকার করেছেন।

এর আগে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছিল, হোদেইদাহ বন্দরের কাছে হুথি বাহিনীর রাস কুথেব নৌ ঘাঁটিতে মার্কিন নেতৃত্বাধীন জোট বিমান হামলা চালিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছিলেন, তারা সেখানে বিকট বিস্ফোরণ ও অ্যাম্বুলেন্সের সাইরেন শুনতে পেয়েছেন। তারা আরও জানায়, হামলার পর হুথিধরা হোদেইদাহ এলাকায় ব্যাপকভাবে যোদ্ধা মোতায়েন করেছে।

তবে এই হুথি কর্মকর্তা বিস্ফোরণের বিষয়ে কোনও মন্তব্য করেননি। 

হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে বাণিজ্যিক ও সামরিক জাহাজে হামলা চালানোর জন্য রাস কুথেব নৌ ঘাঁটি ব্যবহার করে বলে জানা গেছে। 

লোহিত সাগরের উপকূলে অবস্থিত হোদেইদাহ ইয়েমেনের অন্যতম বৃহত্তম বন্দর ও কৌশলগত গুরুত্বপূর্ণ শহর। সূত্র: সিনহুয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here