নতুন বছরের শুরুতেই ‘এল ক্লাসিকো’র স্বাদ পেতে যাচ্ছে ফুটবলপ্রেমীরা। আজ (রবিবার) বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় স্প্যানিশ সুপার কাপের শিরোপার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ভেন্যু সৌদি আরবের রিয়াদের কিং সাউদ ইউনিভার্সিটি।
নতুন আঙ্গিকের স্প্যানিশ সুপার কাপের গেল আসরের ফাইনালে রিয়ালকে হারিয়ে প্রতিযোগিতার রেকর্ড শিরোপা জিতেছিল বার্সেলোনা। আবারও মর্যাদার লড়াইয়ে মুখোমুখি স্প্যানিশ দুই জায়ান্ট ক্লাব। হাই-ভোল্টেজ ম্যাচের আগে প্রতিপক্ষকে এগিয়ে রাখছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ।