টাঙ্গাইলের নাগরপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। আজ রবিবার ভোরে জেলার নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের কেদারপুর গ্রামের শেখ হাসিনা সেতুর উপরে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- উপজেলার শুনশি গ্রামের ওমর সেতাবের ছেলে শাকিল আহমেদ (১৯) ও একই উপজেলার পারপাই গ্রামের আদম আলীর ছেলে মো. মাসুম আলী (১৯)। তারা দুইজনই সাটুরিয়া সৈয়দ কালু শাহ কলেজের প্রথমবর্ষের ছাত্র ছিলেন।