ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বর হামলা চলছেই। গত ২৪ ঘণ্টায় সেখানে ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছে আরও ১৩৫ ফিলিস্তিনি। আহত হয়েছে আরও ৩১২ জন।
গত ৭ অক্টোবর আগ্রাসন শুরুর পর থেকে ফিলিস্তিনে রিপোর্ট পর্যন্ত ২৩ হাজার ৮৪৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৬০ হাজার বেশি মানুষ।
ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রণালয় এসব তথ্য জানিয়ে বলেছে, যারা আহত হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে, উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না। সূত্র: আল জাজিরা