ঘনকুয়াশার কারণে পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। সন্ধ্যার পর থেকে এই নৌরুটে কুয়াশা পড়তে থাকে। কুয়াশার তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনা রোধে রাত সাড়ে দশটার সময় ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এ সময় যাত্রী ও শ্রমিক নিয়ে চারটি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে। পাটুরিয়া প্রান্তে চারটি ও দৌলতদিয়া প্রান্তে তিনটি ফেরি নোঙর করে রাখা হয়।
এ সময় প্রচন্ড শীতে আটকা পড়া যানবাহনের যাত্রী ও শ্রমিকরা চরম ভোগান্তিতে পড়েন। কুয়াশার কারণেই আরিচা-কাজিরহাট নৌরুটেও ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম শাহ মুহাম্মদ খালেদ নেওয়াজ বলেন, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে রাত সাড়ে দশটায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার তীব্রতা কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।