পেশাদার ক্রিকেটে নিজের শেষ ম্যাচ খেলে ফেললেন অ্যারন ফিঞ্চ। যদিও এভাবে হয়তো বিদায় নিতে চাননি। ক্যারিয়ারে শেষ ম্যাচে আউট হলেন শূন্য রানে।
বিগ ব্যাশে মেলবোর্ন ডার্বিতে স্টারসের বিপক্ষে রেনেগেডসের হয়ে ওপেন করতে নামেন ফিঞ্চ। তৃতীয় বলেই ছন্দপতন ঘটে তার। জোয়েল প্যারিসকে তেড়ে মারতে গেলেও ব্যাটে-বলে সেভাবে সংযোগ হয়নি। মিড-অফ থেকে কিছুটা এগিয়ে সেই বল তালুবন্দী করেন গ্লেন ম্যাক্সওয়েল। তাতেই ইতি ঘটে ফিঞ্চের পেশাদার ক্যারিয়ারের।