মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার বলেছেন, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলার জন্য ইরান সমর্থিত হুতিদের দায়ী করে ইরানকে একটি ব্যক্তিগত বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র।
বাইডেন হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, আমরা ব্যক্তিগতভাবে এটি সরবরাহ করেছি এবং আমরা নিশ্চিত যে, আমরা ভালভাবে প্রস্তুত।
শুক্রবার হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি বলেন, প্রাথমিক হামলা হুতিদের ক্ষেপণাস্ত্র বা ড্রোন সংরক্ষণ, উৎক্ষেপণ ও গাইড করার ক্ষমতায় আঘাত করেছে। তিনি বলেন, ইয়েমেনের সঙ্গে যুদ্ধ শুরু করার ওয়াশিংটনের কোনো আগ্রহ নেই।
বাইডেন প্রশাসন ২০২১ সালে পররাষ্ট্র দফতরের ‘বিদেশী সন্ত্রাসী সংগঠনের’ তালিকা থেকে হুতিদের বাদ দেয়। শুক্রবার সাংবাদিকরা জানতে চান, এখন তিনি হুতিদের সন্ত্রাসী মনে করেন কি না। জবাবে বাইডেন বলেন, তিনি তেমনটি মনে করেন।