তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‌‌‘চীন বিরোধী’ লাই চিং-তে

0

তাইওয়ানের ক্ষমতাসীন দল ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ পার্টির (ডিপিপি) নেতা লাই চিং-তে স্বায়ত্তশাসিত অঞ্চলটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। 

শনিবারের নির্বাচনে তিনি জয়লাভ করেন।

তাইওয়ানের প্রধান বিরোধী দল কুয়োমিনতাং-এর প্রার্থী তাইপের মেয়র হো ইয়ু ইহ পরাজয় মেনে নিয়েছেন। ডিপিপি স্বাধীন তাইওয়ানের পক্ষে। বিপরীতে কুয়োমিনতাং তাইওয়ানকে চীনের অংশ বলেই মনে করে।

জয়লাভ করে লাই বলেছেন, তাইওয়ান উপত্যকায় তিনি শান্তি বজায় রাখার চেষ্টা করবেন। তবে তাইওয়ানের সার্বভৌমত্ব নিয়ে লড়াই আরো জোরদার করার ঘোষণা দিয়েছেন এই নেতা। 

সূত্র: বিবিসি

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here