বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদী টোলপ্লাজায় একটি নৈশ পরিবহন তল্লাশি করে ৪ কেজি গাঁজা এবং ১৫০ পিস ইয়াবাসহ তিন জনকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শুক্রবার (১২ জানুয়ারি) রাত ৯টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গাঁজা সহ আটককৃতরা হলেন বরিশাল সদর উপজেলার চরকাউয়া এলাকার মো. সবুজ হাওলাদার (২৮) এবং কুমিল্লা সদরের জগন্নাথপুর ইউনিয়নের দুর্লভপুর এলাকার মো. বিপ্লব (৩০)। ১৫০ পিস ইয়াবা সহ আটক করা হয় কুমিল্লা সদরের শুভপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনকে (৪৮)। জিজ্ঞাসাবাদ শেষে আটক তিন জনকে উজিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।
গাঁজাসহ দু’জন আটকের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল মজিদ বাদী হয়ে এবং ইয়াবাসহ একজন আটকের ঘটনায় পরিদর্শক মো. সিদ্দিকুর রহমান বাদী হয়ে শুক্রবার গভীর রাতে উজিরপুর মডেল থানায় পৃথক দু’টি মামলা করেছেন বলে জানিয়েছেন বরিশাল বিভাগীয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন।