হুথির কাছে যে ধরনের অস্ত্র আছে

0

লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজে একের পর এক হামলা চালিয়ে সাম্প্রতিক সময়ে বেশ আলোচনায় আছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি।

তাদের কারণে ইসরায়েল ও তার মিত্রদের ঘুম হারামা হওয়ার দশা। আর সেকারণেই সৌদি আরবের আহ্বান উপেক্ষা করেও হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালাতে তারা কামিকাজে ড্রোন ব্যবহার করেছে। এর আগে তারা কাসেফ ড্রোন নামেও একটি অস্ত্র ব্যবহার করেছিল। এছাড়াও তাদের হাতে আছে সামাদ নামের দীর্ঘপাল্লার ড্রোন। যার আভে ভি-আকৃতির লেজ।

সৌদি আরবের সাথে দীর্ঘ মেয়াদি যুদ্ধের সময়ও এসব অস্ত্র ব্যবহার করেছে হুথি যোদ্ধারা। যুক্তরাষ্ট্রের দাবি, ইরান হুথিদের উন্নত প্রযুক্তির ড্রোন ও ক্ষেপণাস্ত্রসহ নানা সমরাস্ত্র সরবরাহ করে থাকে। 

তবে জাতিসংঘ বলছে, বিশ্বের অন্যান্য বেসামরিক খাত থেকেও অস্ত্র পেয়ে থাকে হুথি বিদ্রোহীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here