মাগুরায় ঘোড়দৌড় দেখতে জনতার ঢল

0

মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া গ্রামে ঘৌড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই মেলা ও ঘোড়দৌড় প্রতিযোগিতা প্রতি বছর বাংলা পৌষ মাসের ২৮ তারিখে অনুষ্ঠিত হয়। মূল মেলা ২৮শে পৌষ হলেও আগে ও পরে দিয়ে মেলার আমেজ চলে প্রায় পনের দিন ধরে।

এলাকার যুবক স্বাধীন জানান, তার বাবার কাছে সে শুনেছে এই মেলা চলছে একশ বছরেরও বেশি, যা খুলনা বিভাগের সর্ববৃহৎ। এ মেলাকে ঘিরে উৎসব আমেজে মেতে ওঠে বালিদিয়া, মহম্মদপুর ও রাজাপুর ইউনিয়নসহ আশপাশের ইউনিয়নের প্রায় ২০টি গ্রামের মানুষ। প্রায় তিন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই মেলায় বসে মাছ-মাংস, মিষ্টির দোকানসহ বাঁশ, বেত ও মৃৎশিল্পীদের তৈরি নানা রকম খেলনা ও প্রসাধনীর দোকান। এছাড়াও মোলায় আসে ঢাকা, চট্টগ্রাম, খুলনাসহ দেশের বিভিন্ন জেলা থেকে রঙবেরঙের ফার্নিচারের দোকান।

বালিদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মেলা কমিটির সভাপতি প্রভাষক পান্নু মোল্যা জানান, শত বছরের এই মেলা দেখতে আশপাশের কয়েক জেলার নানা শ্রেণি-পেশার মানুষের আগমন ঘটে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here