ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার জন্য নগর উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী ডুয়েটের শহীদ আহসান উল্লাহ্ মাস্টার অডিটোরিয়ামে স্টেকহোল্ডার কনসালটেশন এবং ফোকাস গ্রুপ ডিসকাশন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র (ভারপ্রাপ্ত) আসাদুর রহমান কিরন ও ডুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রশীদ।
দিনব্যাপী এ কর্মশালার প্রথম পর্বে গাজীপুর সিটি কর্পোরেশন মেয়র (ভারপ্রাপ্ত) প্রকল্প পরিচিতি তুলে ধরেন। স্বাগত বক্তব্য দেন প্রকল্পের কো-অর্ডিনেশন টিম লিডার ও ডুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক। প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন প্রকল্পের ওয়ার্কিং টিমের ডেপুটি টিম লিডার সামাউন-আল-নুর। এরপর অংশগ্রহণকারীদের মধ্যে ফোকাস গ্রুপ আলোচনা ও প্রেজেন্টেশন প্রস্তুতকরণ হয়। দ্বিতীয় পর্বে প্রতিটি ফোকাস গ্রুপের প্রেজেন্টেশন উপস্থাপনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।