খোকসায় নৌকার সমর্থকদের উপর হামলা

0

কুষ্টিয়ার খোকসায় মাইকে আহ্বান জানিয়ে নৌকার সমর্থকদের উপর হামলার ঘটনা ঘটেছে এতে ১০ জন আহত হয়েছে হাসপাতালে চিকিৎসা নিয়েছে চারজন। ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে পাঁচটি বাড়িতে। করা হয়েছে লুটপাট। বিক্ষিপ্তভাবে খোকসা ও কুমারখালী উপজেলার বিভিন্ন এলাকায় নৌকার সমর্থকদের ওপরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটছে।

বুধবার রাত ৮টার দিকে খোকসা উপজেলার  জয়ন্তী হাজরা ইউনিয়নের উথলী ও রাধানগর গ্রামে মসজিদের মাইকে ডেকে এলাকাবাসীকে জড়ো করে হামলা চালানো হয়।
স্থানীয়রা জানান, রাতে বিজয়ী ট্রাক প্রতীকের সমর্থকেরা নৌকা প্রতীকের সমর্থকদের বাড়িতে হামলা চালায়। এরপর তারাই আক্রমণ হয়েছে বলে মসজিদের মাইক থেকে প্রতিহত করার জন্য আহ্বান জানান। 
হামলার সময় ট্রাক প্রতীকের সমর্থকেরা উথলী গ্রামের নৌকা সমর্থক ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুর রাজ্জাকের বাড়িসহ নৌকার অপর সমর্থক সাবেক ইউপি সদস্য বদিয়ার রহমান, মোস্তফা, সালাম ও কুতুবের বাড়িতে ভাঙচুর ও লুটতরাজ চালায় বলে খবর পাওয়া যায়।
এই হামলা ও মামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননুর জায়েদ জানান, রাধানগর ও উথলী গ্রামে পরপর কয়েকটি হামলার ঘটনায় তিনটি মামলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here