এবারও স্প্যানিশ সুপার কাপে দেখা মিলবে এল ক্লাসিকোর। ১০ জানুয়ারি প্রথম সেমিফাইনালে আতলেতিকো মাদ্রিদকে ৫-৩ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। এবার ওসাসুনার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়ে ফাইনালে তাদের সঙ্গী হলো বার্সেলোনা।
গত বছর স্প্যানিশ সুপার কাপ হয়েছে সৌদি আরবে। ২০২৩ সালের পুনরাবৃত্তি ঘটিয়ে ২০২৪ সালেও আবারও স্প্যানিশ সুপার কাপ সৌদি আরবে। অর্থাৎ আগামী ১৪ জানুয়ারি রিয়াদে অনুষ্ঠিত হবে শিরোপার লড়াই।
এরপর বেঞ্চ থেকে জোয়াও ফেলিক্সকে মাঠে নামিয়ে আক্রমণের গতি বাড়ান কোচ জাভি হার্নান্দেস। ফেলিক্সের পাস থেকেই যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন লামিন ইয়ামাল।
২০১৯-২০ মৌসুম থেকে চার দলের নতুন আঙ্গিকে হচ্ছে স্প্যানিশ সুপার কাপ। গত আসরে ফাইনালে রিয়ালকে ৩-১ গোলে উড়িয়ে প্রতিযোগিতার রেকর্ড ১৪তম শিরোপা জিতেছিল বার্সেলোনা।