ইয়েমেনে হামলাকারী মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন এবং তাদের সমর্থকদের কঠোর পাল্টা জবাবের হুঁশিয়ারি দিল বিদ্রোহী গোষ্ঠী হুথি।
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলাকে ‘যুদ্ধ’ আখ্যা দিয়ে ‘আগ্রাসনকারীদের চরম মূল্য দিতে হবে’ হুঁশিয়ারি দিল ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীটি। তারা বলেছে, পশ্চিমা বাহিনীর যেকোনও আক্রমণের আরও শক্তিশালী জবাব দেওয়া হবে।
ওই সাংবাদিক আরও বলেন, “কেউ কেউ মনে করছেন এই অঞ্চলে আমেরিকান এবং ব্রিটিশ ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু হতে পারে এবং হুথিরা এখন লোহিত সাগর ও আরব সাগরে তাদের সব ধরনের নৌচলাচল অন্তর্ভুক্ত করতে পারে।”
আল জাজিরার সাংবাদিক বলছেন, “ আমরা এখন একটি প্রকাশ্য দৃশ্যের মুখোমুখি হচ্ছি- যেখানে হুথিরা বলছে- তারা এই ধরনের উত্তেজনা বৃদ্ধি চায় না। তবে তারা গাজার বাসিন্দাদের সমর্থনে ইসরায়েলি বন্দরগুলোতে জাহাজ ভেড়া ঠেকানোর বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ।”
সাংবাদিক আল আত্তাব বলেন, হুথিরা বলছে- মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের উচিত ছিল সামরিক উত্তেজনা বৃদ্ধির পরিবর্তে গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ এবং অবরুদ্ধ ওই ফিলিস্তিনি ভূখণ্ডে খাদ্য ও ওষুধ প্রবেশের অনুমতি দিয়ে উত্তেজনা হ্রাস করা। সূত্র: আল জাজিরা