কমেছে আইফোনের বিক্রি। ফলে সম্প্রতি ধস নেমেছে অ্যাপলের শেয়ারমূল্যে। আর এতেই সংকটে অ্যাপলের বিশ্বের সবচেয়ে দামি কোম্পানির তকমা। অ্যাপলকে চ্যালেঞ্জ জানাচ্ছে আরেক মার্কিন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট।
২০২৩ সালে কোম্পানিটির শেয়ারমূল্য বেড়েছিল ৪৮ শতাংশ। অন্যদিকে, ২০২৪ সালে মাইক্রোসফটের শেয়ারমূল্য বেড়েছে দুই শতাংশ। এ ছাড়া, গত বছরও নিজেদের শেয়ারমূল্য ৫৭ শতাংশ বৃদ্ধি পেতে দেখেছে সফটওয়্যার নির্মাতা কোম্পানিটি।
বর্তমানে অ্যাপলের বাজারমূল্য দুই লাখ ৮৬ হাজার ছয়শ কোটি ডলার। আর দুই লাখ ৮৩ হাজার সাতশ কোটি ডলার বাজারমূল্য নিয়ে অ্যাপলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে মাইক্রোসফট।
২০২৩ সালের ১৪ ডিসেম্বর তিন লাখ আট হাজার একশ’ কোটি ডলার বাজারমূল্য নিয়ে নিজস্ব বাজারমূল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছায় অ্যাপল।