ঠাকুরগাঁওয়ে শীতে বিপর্যস্ত জীবনযাত্রা

0

দিনের পর দিন ঠাকুরগাঁওয়ে বাড়ছে শীতের প্রকোপ। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে এই জনপদের স্বাভাবিক জীবনযাত্রা। হিমেল বাতাসে কাহিল হয়ে পড়েছে মানুষ।

গত দুইদিন ধরে সারাদিন সূর্যের দেখা মেলেনি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে হিমেল বাতাস। অনুভূত হচ্ছে তীব্র শীত। দুর্ভোগে পড়েছে ছিন্নমূল ও অসহায় মানুষ। বিপাকে পড়েছে নিম্নআয়ের খেটে খাওয়া জনসাধারণ। ঘন কুয়াশা থাকায় দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো। খড়কুটোয় শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে।

বিকাশ রায় নামে এক দিনমজুর বলেন, শীতে মানুষ কাঁপছে। কিন্তু তাদের সহায়তায় রাজনৈতিক নেতা আর চেয়ারম্যান-মেম্বারদের দেখা নেই।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, ইতিমধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ২৩ হাজারের উপরে কম্বল পেয়েছি। সেগুলো পৌরসভা ও প্রতিটি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে বণ্টন শুরু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here