কুমিল্লার দাউদকান্দিতে সিএনজি অটোরিকশা চালক ইকতার হোসেনকে পানিতে চুবিয়ে হত্যার পর লাশ কচুরিপানার নিচে গুম করা হয়। এ মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত। বৃহস্পতিবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক রোজিনা খান এ রায়ে দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কুমিল্লা দাউদকান্দি উপজেলার কালাইরকান্দি গ্রামের মোঃ জাহাঙ্গীর (৩০), দেবিদ্বার উপজেলার জাফরাবাদ গ্রামের ইমরান (১৮), দাউদকান্দি উপজেলার জুরানপুর গ্রামের সুমন (২২) ও দেবিদ্বার উপজেলার জাফরাবাদ গ্রামের রুবেল (২৩)। এ তথ্য নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের কৌশলী অতিরিক্ত পিপি মোঃ নরুল ইসলাম।
রাষ্ট্রপক্ষের কৌশলী আইনজীবী অতিঃ পিপি মোঃ নরুল ইসলাম এ রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আশা করছি মহামান্য হাইকোর্ট এ রায় বহাল রেখে দ্রুত রায় বাস্তবায়ন করবেন। আসামিপক্ষের অ্যাডভোকেট এম. এ আদনান ও অ্যাডভোকেট ফেরদৌস আক্তার বলেন, রায়ের কপি হাতে পেলে আসামিপক্ষ উচ্চ আদালতে আপিল করবে।