ভাঙ্গায় ৩ জনকে কুপিয়ে জখম

0

ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পূর্ব শত্রুতার জেরে তিন জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার দিকে  ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের ছোট খারদিয়া গ্রামের কাজির বাজার এলাকায়। হামলায় আহত ব্যক্তিরা হলেন- কাওসার মাতুব্বর (৬৫), জাকারিয়া মাতুব্বর (৪৫) এবং অহিদ মাতুব্বর (৩৫)। আহতদের প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে  জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার ও জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আলগী ইউনিয়নের ছোটখার দিয়া  গ্রামের  সানু  মাতুব্বরের দলের সঙ্গে একই গ্রামের  কাওসার মাতুব্বর  দলের দীর্ঘদিন ধরে  বিরোধ চলে আসছিল। এ নিয়ে দুই পক্ষের বেশ কয়েকবার সংঘাত সংঘর্ষের ঘটনা ঘটে। 

ভাংগা থানার অফিসার ইন চার্জ মো. মামুনুর রশিদ  বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে তিনজন গুরুতর আহত হয়েছে। আমি তাদের দেখতে হাসপাতালে গিয়েছিলাম। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here