ওমানের কাছে একটি তেলট্যাংকারে সামরিক ইউনিফর্ম ও কালো মুখোশ পরিহিত সশস্ত্র ব্যক্তিরা উঠেছেন। একটি ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি ফার্ম এবং ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ওমানের সোহর থেকে প্রায় ৫০ নটিক্যাল মাইল পূর্বে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী সেন্ট নিকোলাস জাহাজে চড়ে অস্ত্রধারীরা। এরপর ইরানের বন্দর-ই-জাস্কের দিকে রওনা দেন ওই চার-পাঁচজন মুখোশধারী।
এতে বলা হয়, ট্যাংকারটি আগে সুয়েজ রাজন নামে পরিচিত ছিল এবং ইরানের তেল পরিবহনের জন্য মার্কিন সরকার এটি জব্দ করেছিল।