জাতিসংঘের হেলিকপ্টার জব্দ করল আল-শাবাব

0

এবার জাতিসংঘ মিশনের একটি হেলিকপ্টার জব্দ করেছে সোমালিয়ার সশস্ত্র গোষ্ঠী আল-শাবাব। হেলিকপ্টারটির আরোহী আট যাত্রী ও ক্রুকেও আটক করা হয়েছে।

জানা গেছে, সশস্ত্র গোষ্ঠীটির দখলে থাকা অঞ্চলে অবতরণ করার পর হেলিকপ্টারটি দখলে নেয় তারা।

সোমালিয়ায় জাতিসংঘের মিশন দেশটিতে ‘আকাশপথে ভ্রমণকালীন একটি ঘটনার’ কথা নিশ্চিত করেছে। জাতিসংঘের চুক্তিবদ্ধ ওই হেলিকপ্টারে করে অসুস্থ লোকদের সরিয়ে নেওয়া হচ্ছিল।

অবশ্য আল-শাবাবের নাম উল্লেখ করেনি জাতিসংঘ। তবে সংস্থাটি বলেছে, “এই ঘটনায় প্রতিক্রিয়া জানানোর প্রচেষ্টা চলছে।”

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, জাতিসংঘের একটি মেমো বলছে- হেলিকপ্টারটি ধুসামারেব থেকে প্রায় ৭০ কিলোমিটার (৪৩ মাইল) দক্ষিণ-পূর্বে ক্র্যাশ-ল্যান্ডিং করে এবং এতে জাতিসংঘের কোনও কর্মী ছিলেন না। এর অরোহীরা তৃতীয় পক্ষের ঠিকাদার ছিলেন বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

হেলিকপ্টারটিতে থাকা ব্যক্তিদের জাতীয়তা সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি বা সেখানে কতজন আছেন তার সঠিক সংখ্যাও উল্লেখ করা হয়নি। এতে এক যাত্রী নিহত ও দু’জন পালিয়ে যায় বলে জানা গেছে। সূত্র: বিবিসি, রয়টার্স, এএফপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here