খেলোয়াড়ি জীবনের ইতি টানার ১৪ মাস পর ফের ফুটবলে ফেরার ঘোষণা দিলেন জেরার্দ পিকে। তবে খেলোয়াড় হিসেবে নয়, এবার তাকে দেখা যাবে কোচের ভূমিকায়। বিস্তারিত কিছু অবশ্য জানাননি স্পেন ও বার্সেলোনার সাবেক এই ডিফেন্ডার।
অনেকটা আচমকাই ২০২২ সালের ডিসেম্বরে পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন পিকে। কাম্প নউয়ে লা লিগায় আলমেরিয়ার বিপক্ষে ম্যাচ খেলে বুট জোড়া তুলে রাখেন স্পেনের বিশ্বকাপজয়ী এই ফুটবলার। ৩৬ বছর বয়সী পিকে কোচিং অধ্যায় শুরুর ইচ্ছার কথা জানিয়ে মঙ্গলবার রাতে সামাজিক মাধ্যম এক্স-এ লেখেন, শিগগিরই বিস্তারিত জানাবেন তিনি।
খেলোয়াড়ি জীবনের বেশিরভাগ সময়টা পিকে কাটান বার্সেলোনায়। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ২০০৮ সালে যোগ দেন কাতালান দলটিতে। কাম্প নউয়ে ১৪ বছরের অধ্যায়ে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ, ৯টি লা লিগাসহ মোট ৩০টি শিরোপা জেতেন তিনি। দেশের হয়ে তিনি ২০১০ সালে জেতেন বিশ্বকাপ, ২০১২ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ।
পেশাদার ফুটবল থেকে অবসরের পর বার্সেলোনায় কিংস লিগ প্রতিষ্ঠা করেন পিকে। সেখানে ম্যাচে প্রতি দলে খেলোয়াড় থাকে সাত জন করে।