নওগাঁ-২ ভোট : মনোয়নপত্র জমার শেষ সময় ১৭ জানুয়ারি

0

পুনঃতফসিল অনুযায়ী আগামী ১৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের নওগাঁ-২ আসনে সাধারণ নির্বাচনের মনোয়নপত্র জমা দেওয়ার শেষ সময়। এক্ষেত্রে আগের বৈধ প্রার্থীদের নতুন করে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রয়োজন নেই।

বুধবার নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা এমন তথ্য জানিয়েছেন। 

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেছেন, বৈধ প্রার্থীদের প্রার্থিতা থাকবে। তাদের নতুন করে মনোনয়নপত্র দাখিল করতে হবে না। পুনরায় তফসিল হওয়ায় নতুন করে অন্যরা মনোনয়নপত্র দাখিল করতে পারবেন।  

প্রসঙ্গত, আসনটিতে গত ৭ জানুয়ারি ভোট হওয়ার কথা ছিল। কিন্তু গত ৯ ডিসেম্বর বৈধ স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক মৃত্যুবরণ করায় ওইদিনই নির্বাচন বাতিল করে ইসি। সে সময় আওয়ামী লীগ থেকে মো. শহীদুজ্জামান সরকার, স্বতন্ত্র থেকে এইচ এম আখতারুল আলম ও জাতীয় পার্টির অ্যাডভোকেট মো. তোফাজ্জল হোসেনও বৈধতা পেয়েছিলেন।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here