এক জালে ধরা পড়লো ৯২ মন ইলিশ

0

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জালে ধরা পড়েছে ৯২ মন ইলিশ। বুধবার (১০ জানুয়ারি) দুপুরে এসব মাছ মৎস্য বন্দর মহিপুরের ঝুমুর এন্ড বাদ্রার্স নামের একটি মৎস্য আড়তে নিয়ে আসা হয়। পরে মাছগুলো নিলামের মাধ্যমে ২০ লাখ ২৫ হাজার টাকায় বিক্রি হয়। 

এর আগে, মঙ্গলবার (০৯ জানুয়ারি) দুপুরে পায়রা বন্দরের শেষ বয়া থেকে ১০০ কিলোমিটার অদূরে গভীর সমুদ্রে ফরিদ মাঝি নামের এক জেলের জালে এ পরিমানের মাছ ধড়া পরে। দীর্ঘদিন পর এই জেলের জালে প্রচুর পরিমানে ইলিশ ধরা পড়ায় খুশি জেলেসহ ব্যবসায়ীরা।

জেলে ফরিদ মাঝি জানান, প্রথম দিকে সাগরে জাল ফেললেও মাছের দেখা মেলেনি। মঙ্গলবার দুপুরে এ পরিমান মাছ পেয়ে মৎস্য বন্দর মহিপুর আড়তে নিয়ে আসলে তা নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সমুদ্রে জেলেদের জালে কম বেশি ইলিশ ধরা পড়ছে। পাশাপাশি এখন বড় সাইজে ইলিশও পাচ্ছে জেলেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here