২০২৩ সালের জুন মাসে এআর (অগমেন্টেড রিয়েলিটি) এবং ভিআর (ভার্চ্যুয়াল রিয়েলিটি) প্রযুক্তির সমন্বয়ে তৈরি ‘ভিশন প্রো’ হেডসেট প্রদর্শন করেছিল অ্যাপল।
তবে এখনো হেডসেটটি উন্মুক্ত করেনি মার্কিন টেক জায়ান্ট।
২ ফেব্রুয়ারি বাজারে আসলেও ক্রেতারা ১৯ জানুয়ারি থেকে হেডসেটটি কেনার জন্য অগ্রিম বুকিং দিতে পারবেন।
তিন হাজার ৪৯৯ ডলার মূল্যের হেডসেটটির সঙ্গে চাইলে প্রয়োজনমতো লেন্সও যুক্ত করে দেবে অ্যাপল। তবে এ জন্য অতিরিক্ত ৯৯ ডলার গুনতে হবে।