শপথ নিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদ। আজ বুধবার সকালে শেরেবাংলা নগরের জাতীয় সংসদ ভবনে শপথ নেন তিনি।
শপথ গ্রহণের পর ফেরদৌস বলেন, জনগণ আমার ওপর আস্থা রেখেছেন। আমি তাদের আস্থার প্রতিদান দেব। কোনো কাজ বিঘ্নিত না হয় সে চেষ্টাই করে যাব।
পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সঙ্গে ঢাকা-১০ কে উন্নয়নে দশে দশ রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।