বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। বুধবার দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিশ্ববিদ্যালয়, জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে পবিত্র ফাতেহা পাঠ, বঙ্গবন্ধু ও ৭৫-র ১৫ আগস্ট শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন তারা।