চুয়াডাঙ্গায় ভোক্তার অভিযানে জরিমানা

0

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার আলমডাঙ্গার জামজামি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করে। বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ জামজামি বাজারে এ অভিযান পরিচালনা করে।

চুয়াডাঙ্গার জামজামি বাজারে মেসার্স মালিতা ফার্মেসিতে প্রচুর মেয়াদ উত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ঔষুধ পাওয়া যায়। এছাড়া কমার্শিয়াল প্যাকেটের মধ্যে লুকিয়ে ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রয়, একই প্যাকেটের মধ্যে ভালো ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ মিশিয়ে বিক্রয় করছিল। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক রফিকুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ও ৫১ ধারায় ১০,০০০ টাকা এবং মেসার্স আল্লারদান ফার্মেসী এর মালিক হেলাল উদ্দিনকে একই অপরাধে ১৫,০০০ টাকা জরিমানা করা হয়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here