নিহত ভক্তদের বাড়িতে ছুটে গেলেন যশ!

0

‘কেজিএফ’ সিনেমায় দারুণ সাফল্যে নিজেকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছেন দক্ষিণী সিনেমার অভিনেতা যশ। ভারতজুড়ে রয়েছে তার অসংখ্য ভক্ত-অনুরাগী। সোমবার (৮ জানুয়ারি) এই তারকার জন্মদিন ছিল। দিনটি নানাভাবেই উদযাপন করতে চেয়েছিলেন ভক্ত-অনুরাগীরা। তবে এসবের মাঝেই এলো এক হৃদয়বিদারক খবর। যশের জন্মদিন পালন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তিন ভক্তের।

মর্মান্তিক এ ঘটনার পর মৃত ব্যক্তিদের পরিবারের সঙ্গে দেখা করতে তাদের বাড়িতে ছুটে যান যশ। সেখান থেকে আহতদের দেখতে হাসপাতালেও যান তিনি। তাদের চিকিৎসার খরচ বহন করার কথাও জানান এই অভিনেতা।

যশ বলেন, আপনি যেখানে আছেন সেখান থেকেই আমাকে শুভেচ্ছা জানান, এটিই আমার প্রাপ্তি। এমন দুঃখজনক ঘটনা জন্মদিনে নিজেকে ভীত করে তোলে। এভাবে ‘ফ্যান্ডম’ দেখাবেন না; দয়া করে এভাবে ভালোবাসা প্রকাশ করবেন না। সবার কাছে অনুরোধ, ব্যানার টাঙাবেন না, বাইক রেস করবেন না, ঝুঁকি নিয়ে সেলফি তুলবেন না।

ভক্তদের উদ্দেশে যশ বলেন, আমি চাই, সমস্ত দর্শক-ভক্ত জীবনে আমার মতো বেড়ে উঠুক। আপনারা যদি আমার সত্যিকারের ভক্ত হয়ে থাকেন, তবে নিজের কাজটি মন দিয়ে করুন। সফলতা না আসা পর্যন্ত পরিশ্রম করে যান। মনে রাখবেন, আপনি আপনার পরিবারের কাছে সবকিছু। পরিবারকে গর্বিত করাই আপনার জীবনের লক্ষ্য।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here