চুরি করতে গিয়ে হত্যা, ৫ দিন পর মরদেহ উদ্ধার

0

সিরাজগঞ্জের শাহজাদপুরে চুরি করতে গিয়ে দেখে ফেলায় ফেরদৌস আলী (১৮) নামে একটি মিলের নিরাপত্তা প্রহরীকে হত্যা করা হয়েছে। হত্যার পর ফেরদৌসের মরদেহ ওই মিলের ভিতরে মাটিতে পুঁতে রাখা হয়েছিল। 

ঘটনার ৫ দিন পর তথ্য প্রযুক্তি ব্যবহার করে চোরকে আটকের পর তথ্যমতে পুলিশ বুধবার সকালে ওই মিলের ভিতর থেকে মাটি খুঁড়ে ফেরদৌসের মরদেহ উদ্ধার করে। হত্যাকাণ্ডের শিকার ফেরদৌস আলী শাহজাদপুর থানার মশিপুর গ্রামের আক্কাছ আলীর ছেলে। আটক চোর একই থানার ঘোরশাল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মো. মামুন (৩০)। 

তিনি আরো জানান, হত্যা ব্যবহৃত কম্বল ও ভিকটিমের মোবাইল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।  

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here