জামালপুরে জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ গ্রেফতার ৬

0

জামালপুরের বকশীগঞ্জে জুয়ার আসরে অভিযান চালিয়ে ইউপি সদস্যসহ ৬ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

গ্রেফতাররা হলেন- বাট্টাজোড় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রুহুল আমিন (৪১), খোরশেদ আলম (৩২), জুয়েল মিয়া (৩০), মনির হোসেন (৪২), সোজাউদ্দৌলা (৩৪) ও হালিম মিয়া (২৮)।

মো. সোহেল রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের পলাশতলা এলাকায় আসর বসিয়ে জুয়া খেলা হচ্ছে। সেখানে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামাদিসহ ৬ জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here