শান্তি আলোচনা নিয়ে ইউক্রেনের সঙ্গে পশ্চিমাদের একটি গোপন বৈঠক হয়েছে। গত ১৬ ডিসেম্বর সৌদি আরবের রাজধানী রিয়াদে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে মার্কিন নেতৃত্বাধীন জি-৭ জোটের সদস্য ও এশিয়ার কয়েকটি দেশ অংশ নেয়।
তবে গোপন এই বৈঠকে রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি। অপরদিকে চীন নিজে থেকেই বৈঠকটিতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়।
প্রতিবেদনে বলা হয়, ছোট পরিসরে অনুষ্ঠিত এই বৈঠকে ইউক্রেনের ‘শান্তি ফর্মুলার’ ওপর স্বাধীন এবং আরও খোলামেলা আলোচনা হয়েছে। এছাড়া শান্তি আলোচনা এগিয়ে নেওয়া এবং ভবিষ্যতে রাশিয়ার সঙ্গে বৈঠকের নীতি নিয়ে কথাবার্তা হয়েছে। তবে বৈঠকে গুরুত্বপূর্ণ কোনও অগ্রগতি বা সিদ্ধান্ত হয়নি।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ‘বিশেষ সামরিক অভিযান’ নামে ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। প্রায় দুই বছর ধরে চলা এ যুদ্ধে ইউক্রেনের ১৭ শতাংশ ভূখণ্ড দখল করেছে রাশিয়ার সেনারা। এসব ভূখণ্ড পুনরুদ্ধারে গত বছরের সেপ্টেম্বরে পাল্টা আক্রমণ শুরু করেছিল ইউক্রেনের সেনারা। এ অভিযানের লক্ষ্য ছিল নিজ ভুখণ্ড মুক্ত করা এবং রাশিয়াকে এমন একটি পর্যায়ে নিয়ে যাওয়া— যেখান থেকে শান্তি আলোচনার ব্যাপারে অনেক ছাড় দেবে রুশ কর্তৃপক্ষ। তবে ইউক্রেনের এ পাল্টা আক্রমণ পুরোপুরি ব্যর্থ হয়েছে। উল্টো গত কয়েকদিন ধরে ইউক্রেনের নতুন ভূখণ্ড দখল করছে রুশ বাহিনী। সূত্র: আল জাজিরা