বলিউড সুপারস্টার সালমান খানকে হুমকি দেওয়ার ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ২১ বছর বয়সী ওই যুবকের নাম ধাকর রাম বিষ্ণোই।
অস্ত্র মামলায় বর্তমানে জামিনে থাকা রামকে যোধপুর পুলিশ গ্রেফতার করেছে। তাকে মুম্বাই পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। রামের বাড়ি যোধপুরের লুনি এলাকায়।
মুম্বাই পুলিশ জানিয়েছে, রাম এর আগে প্রয়াত পাঞ্জাবী গায়ক সিধু মুসেওয়ালার পরিবারকেও একবার হত্যার হুমকি দিয়েছিল। যে মামলার তদন্তে আছে পাঞ্জাব পুলিশ।
সালমান মেইলটি পেয়েছিলেন এক সপ্তাহ আগে। এই নায়ক তার অফিসিয়াল কাজের জন্য যে, মেইল অ্যাকাউন্টটি ব্যবহার করেন, সেখানে মোহিত মার্গ নামের এক অ্যাকাউন্ট থেকে মেইলটি পাঠানো হয়েছিল।
মেইলে প্রেরক লিখেছিলেন, ‘গোল্ডি ভাই (গোল্ডি ব্রার) আপনার (সালামন) সঙ্গে কথা বলতে চান। এজন্য একটি সময় নির্ধারণ করতে হবে। সামনাসামনি গোল্ডি ভাই কথা বলবেন। হিসাব মেটাতে হবে।’