ব্রাজিলকে নিষেধাজ্ঞা দেওয়ার পথ থেকে সরে দাঁড়াল ফিফা

0

ব্রাজিলকে নিষেধাজ্ঞা দেওয়ার পথ থেকে সরে দাঁড়িয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। 

এর আগে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি এদনালদো রদ্রিগেসকে পদচ্যুত করায় ব্রাজিলকে নিষেধাজ্ঞার হুমকি দেয় ফিফা। পরবর্তীতে এক বিচারকের রায়ে স্বপদে বহাল রাখা হয় রদ্রিগেসকে। এতে ফিফাও নিষেধাজ্ঞার পথ থেকে সরে এসেছে।  

বিপদে নিজের পাশে দাঁড়ানোয় ফিফা ও কনমেবলকে ধন্যবাদ জানান রদ্রিগেস। দেশের ফুটবলের উন্নতিতে এখন মনোযোগ দেওয়ায় তার কাজ বলে জানান সিবিএফ প্রধান।

প্রসঙ্গত, গত ৭ ডিসেম্বর নির্বাচনে অনিয়মের দায়ে রদ্রিগেসকে পদচ্যুত করার নির্দেশ দেয় রিও দি জেনেইরো আদালত। তার পরেই ফিফা থেকে নিষেধাজ্ঞার হুমকি আসে। রায়ের বিরুদ্ধে আপিল করেও তখন লাভ হয়নি রদ্রিগেসের। পরবর্তীতে ফেডারেল সুপ্রিম কোর্টের রায়ে ২৮ দিন পর পদ ফিরে পান রদ্রিগেস।

সূত্র : রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here